দিনাজপুর প্রতিনিধি : অবরোধ কর্মসূচী পালন কালে দিনাজপুরে মহিলা দলের ৫ জন সহ বিএনপির ১৪ জন নেতাকমীকে পুলিশ আটক করেছে। নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেছে জেলা বিএনপির সাধারন সম্পাদক মুকুর চৌধুরী।

৫ জানুয়ারী জেলা বিএনপি ও মহিলা দল কেন্দ্র ঘোষিত গনতন্ত্র হত্যা দিবস পালন করে। গণতন্ত্র হত্যা দিবসে জেলা বিএনপির সাধারন সম্পাদক মুকুর চৌধুরী ও পৌর মহিলা দলের আহবায় শাহিন সুলতানা বিউটির নেতৃত্বে মিছিল বের হয়। এক পর্যায়ে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল করলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। সারা বিকাল দিনাজপুর শহর ছিল মিছিলের শহর। সোমবার অবরোধ কর্মসূচী পালনকালে কোতয়ালী থানা পুলিশ জেলা মহিলা দলের যুগ্ম আহবায়িকা নাজমা মশির ও পৌর মহিলা দলের আহবায়িকা ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটিসহ ১৪ জনকে আটক করে। আটককৃত মহিলাদের মধ্যে আরো রয়েছে, মহিলা দলের খালেদা বেগম,সুমী ও লাকী। এদের অবরোধ কর্মসূচী পালন কালে শহরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ড থেকে পুলিশ আটক করেছে।

মহিলা দলের নাজমা মশির ও বিউটিসহ ৫ জনকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মুকুর চৌধুরী। তিনি এক প্রতিবাদ বার্তা জানান, শান্তিপূর্ন কর্মসূচী পালনে পুলিশ ন্যাক্কার জনক ভাবে বাধা প্রদান করেছে। কোন কারন ছাড়াই মহিলা নেতৃদের আটক করায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত মুক্তি দাবী করেছে। অন্যথায় তাদের মুক্তির দাবীদে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। আটক করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। যতদিন সরকারের পতন না হবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলবে। আন্দোলন কর্মসূচী সফল করতে নেতাকর্মীরা সর্বদাই প্রস্তুত।

(এমএমএইচএম/পি/জানুয়ারি ০৭, ২০১৪)