যশোর প্রতিনিধি : বিএনপির লাগাতার অবরোধের মধ্যে যশোরে মঙ্গলবার দিবাগত রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার দগ্ধ হয়েছেন।

রাত আড়াইটা ও সাড়ে ৩টায় খাজুরা বাসস্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যশোরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই মিজানুর রহমান জানান, রাতে খাজুরা বাসস্ট্যান্ডে যশোর-মাগুরা পথের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রথম বাসে আগুন দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে ওই বাসস্ট্যান্ডেই মাত্র ২০ গজের মাথায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার মুরাদ মারাত্মকভাবে দগ্ধ হন। বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
মুরাদকে যশোর আড়াই শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই মিজানুর। এর আগে রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দিপাড়ায় আরো একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ জামায়াত ও বিএনপির ১৪ কর্মীকে আটক করেছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৫ )