চাটমোহর (পাবনা) প্রতিনিধি : একুশে টেলিভিশন (ইটিভি) এর চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বুধবার পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

টেলিভিশন সাংবাদিক সমিতি, পাবনা ও জেলায় কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বলেন, মিথ্যা মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত আব্দুস সালামের নি:শর্ত মুক্তিরও দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন, টেলিভিশন সাংবাদিক সমিতি পাবনার আহবায়ক ও একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমী, সদস্য সচিব আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, উৎপল মির্জা প্রমুখ।

(এসএইচএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)