বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বিলকিস বেগম(৩৬) নামের এক নারী নিহত হন। সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিলসিক উপজেলার তল্লাতলা পূর্বপাড়ার সহিদুল ইসলামের স্ত্রী।

গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তল্লাতলা পূর্বপাড়ায় ৩১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমির মধ্যে ৫১ শতক জমিতে তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি ধান চাষ করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোফাজ্জলের প্রতিপক্ষ টনি মন্ডল ও তার লোকজন জমির ধানগুলো কেটে নিতে গেলে তোফাজ্জল ও তার লোকজন বাধা দিতে যায়। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে তোফাজ্জলের মেয়ে বিলসিক বেগমসহ ৬জন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর সেখানেই বিলসিক মারা যান।

ওসি বলেন, আহত অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(এএসবি/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)