বগুড়া প্রতিনিধি : ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে তৃতীয় দিনে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে বগুড়ায় অতিবাহিত হয়েছে। অবরোধের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। শহরের অভ্যন্তর ও বাইরে রিকশা, ভ্যান গাড়ি এবং ব্যাটারী চালিত অটোরিকশা ছাড়া কোন ধরনের যানবাহন নেই। রাতে পুলিশী পাহারায় খাদ্য পন্যবাহি যানবাহন সীমিত আকারে চলাচল করছে। বগুড়ার শহরের গোকুলে ট্রাক পুড়িয়ে দেওয়া ও নাশকতার চেস্টা ঘটনায় সদর থানায় ২টি মামলা দায়ের হয়েছে। এছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ১২ থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে পুলিশ ৩৯ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, মঙ্গলবার রাতে বগুড়া সদরের গোকুলে কাঠ বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু সহ বিএনপি ও জামায়াতের ৪৮ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন। গত বুধবার শহরের বেলাইল এলাকায় পুলিশের সাথে শিবিরের সংঘর্ষের ঘটনায় শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়েছে।

এ ছাড়া মাটিডালী বিমান মোড়, সাবগ্রাম, তিনমাথায় অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবগ্রামে সকালে তিনটি ককটেল বিস্ফোরণ করে অবরোধকারিরা। জেলায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদ্যস্যরা টহল দিচ্ছে। ২০ দলীয় জোটের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের বনানী মোড়ে জেলা বিএনপির সভাপতিত্বে ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া পুলিশের এএসপি গাজিউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলায় জামায়াতের তিন কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় একটি এবং শহরের বেলাইলে পিকেটিং ও নাশকতার চেষ্টার ঘটনায় আরো একটি মামলা হয়েছে।

(এএসবি/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)