ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির আহবায়ক সাবেক এমপি ফজলুল করিম আর নেই। শুক্রবার সকাল ১১টায় নিজ বাসভবনে বাধ্যর্ক্যজনিত কারণে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে তার নামাজের জানাযা শেষে পুরাতন গোরস্থানে দাফন সম্পন্ন হবে।


ফজলুল করিম ১৯৭০ ও ১৯৭৩ সালে আ’লীগ সরকারের এমপি ছিলেন। তিনি ১৯৭১ সালের ঠাকুরগাঁও এলাকার মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির আহবায়ক ছিলেন। ৫২’র ভাষা আন্দোলনেও তিনি ছিলেন লড়াকু সৈনিক।


তার মৃত্যুতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

(জেএবি/এএস/জানুয়ারি ০৯, ২০১৫)