নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে গোপন বৈঠকের সময় জামায়াত শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর নলজানী এলাকার গ্রেট ওয়াল সিটি আবাসিক প্রকল্পের একটি বাড়ি থেকে শুক্রবার তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ককটেল, বিপুল সংখ্যক জেহাদী বই ও সরকার বিরোধী প্রচার পত্র উদ্ধার করা হয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান তাদের আটক করেন। আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিল।

(এসএএস/এএস/জানুয়ারি ০৯, ২০১৫)