ডেস্ক রিপোর্ট, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে র‌্যাব-১১’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মাদসহ সামরিক বাহিনীর ৩ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি দুই কর্মকর্তা হলেন মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।

তিন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর দু’জনকে অকালীন এবং নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এর আগে র‌্যাব-১১’র কমান্ডিং অফিসার ও সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছিল।

(ওএস/অ/মে ০৭, ২০১৪)