মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল গ্রামে বাড়ি নির্মাণে চাঁদার দাবিতে একদল দুর্বৃত্ত কথা সাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনকে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার এ ঘটনায় পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে জেলার লৌহজং থানায় সাধারণ ডায়রি করেছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আইনজীবী লাবলু মোল্লা মোবাইল ফোনে থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, বসত-ঘর নির্মাণের জন্য কতিপয় দুর্বৃত্ত তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি আরো জানান, চাঁদার টাকা না দিলে তারা ইমদাদুল হক মিলন ও তার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি দেয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন সাধারণ ডায়রি করার সত্যতা নিশ্চিত করে জানান, খ্যাতিমান কথা সাহিত্যিক ইমদাদুল হকের হত্যার হুমকির অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে থানায় লিপিবদ্ধ করা হয়েছে। সাধারণ ডায়রি নম্বর হচ্ছে-৩৪২।

ওসি আরো বলেন, স্থানীয় সবুজ ও মোতালেবসহ ৬ জনের নাম উল্লেখ করে কথাসাহিত্যিক মিলন সাধারণ ডায়রি করেছেন। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেবে।

(ওএস/অ/জানুয়ারি ১০, ২০১৫)