নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি পাটের গুদাম ও ঔষধের দোকান পড়ে ভষ্মিভুত হয়েছে। সোমবার ভোরে উপজেলার তালশো গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন ।

নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, সোমবার ভোর চারটার দিকে তালশো গ্রামে আয়নাল হকের বাড়ী সংলগ্ন পাটের গুদাম ও একই সাথে থাকা আশরাফ আলীর ঔষধের দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থাণীয়রা প্রায় এ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে আয়নাল হকের গুদাম ঘরে মজুদকৃত প্রায় ১০০ মণ পাট ও আশরাফ আলীর দোকানের প্রায় দুই লাখ টাকার ঔষধসহ ঘর ও আসবাবপত্র পুড় ছাই হয়ে যায়।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি ওই এলাকার একটি পান বরজের পান চুরিকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/এএস/জানুয়ারি ১২, ২০১৫)