বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের রেলরোডে অবস্থিত বনফুল নামে একটি প্রসিদ্ধ খাবারের দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বাগেরহার্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। আদালত সেই সঙ্গে বনফুল কর্তৃপক্ষকে দোকানে বিক্রির জন্য রাখা সব ধরনের খাবারের মূল্য তালিকা দোকোনের সামনে টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেয়। পরে মেয়াদ উত্তীর্ণ ওই খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ চন্দ্র দে এই প্রতিবেদককে বলেন, বনফুল নামের দোকানটিতে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, চানাচুর, কেক ও আইসক্রিম পাওয়া গেছে। মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার জন্য ভোক্তা সংরক্ষণ আইনে দোকান মালিক অমল কুমার সাহাকে পনেরো হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।সেই সঙ্গে বনফুল কর্তৃপক্ষকে দোকানে বিক্রির জন্য রাখা সব ধরনের খাবারের মূল্য তালিকা দোকোনে টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

(একে/এএস/জানুয়ারি ১২, ২০১৫)