সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৭জন বিএনপি জামায়াত নেতাকর্মী কে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বেলকুচি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার উপজেলার থানা বিএনপির প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, পৌর যুবদলের সভাপতি মোঃ আশরাফ আলী, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, যুবদলের কর্মি খলিলুর রহমান ও বিএনপিকর্মী আলাউদ্দীন আজাদকে আটক করে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ছয় জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর দিকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। এরা সবাই বিএনপি ও জামায়াতের কর্মি বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান। এছাড়াও থানা পুলিশ উল্লাপাড়া, সলঙ্গা ও কামারখন্দ উপজেলা থেকে ছয়জন বিএনপি জামায়াত কর্মিদের আটক করেছে। এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

(এসএস/পি/জানুয়ারি ১২, ২০১৫)