চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে একটি ট্রাকে অবরোধকারীদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির গাইড ও ধর্মীয় বই।

মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বানিয়াচো এলাকায় এ ঘটনা ঘটে। বইয়ের সঙ্গে ট্রাকে থাকা বিভিন্ন স্টেশনারি, আসবাবপত্র ও ক্রোকারিজ সামগ্রীও পুড়ে গেছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে চাঁদপুরগামী খাজা মাঈনুদ্দিন ট্রান্সপোর্টের ট্রাকটি বানিয়াচো এলাকা পার হওয়ার সময় অবরোধকারীরা পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

এসময় মালামালসহ ট্রাকটি পুরোপুরি ভস্মীভূত হয়। চালক ও সহকারী আগেই নেমে যাওয়ায় রক্ষা পান। অবরোধকারীরা এ সময় ওই সড়কে আরও কয়েকটি যানবাহন ভাংচুর করে।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার জানান, তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে পারলেও তার আগেই সব বই পুড়ে যায়।

মঙ্গলবারও অবরোধের মধ্যে জেলার বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সময় পাঁচজনকে আটক করা হয়েছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান।

(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৫)