ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি থানার ওসি আবুল খায়েরকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা ভবনে হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁরা এ দাবিগুলো জানান।

১০ জানুয়ারি রাতে স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মুক্তিযোদ্ধারা এ দাবি জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কমান্ডার সেকেন্দার আলী মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ বায়েজিদ, ডেপুটি কমান্ডার দুলাল সাহা, নলছিটি মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী ও সহকারি কমান্ডার আবদুল হাকিম মোল্লা।
সমাবেশে স্থানীয় মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, ‘১০ জানুয়ারি রাতে স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভেতরে প্রবেশের দরজায় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। পরের দিন সকালে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা নাশকতার বিষয়ে খোঁজ খবর নেন। নিন্দনিয় এ নাশকতা রাতে ঘটলেও নলছিটি থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থলে আসেন পরেরদিন বিকেলে। ঘটনাটি মিডিয়ায় প্রকাশেও সাংবাদিকদের তিনি নরুৎসাহিত করেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিতেও তিনি অবহেলা করেন বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা।

(এএম/অ/জানুয়ারি ১৩, ২০১৫)