নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর নগরীর মোঘরখাল এলাকার ঢাকা বাইপাস সড়কে মঙ্গলবার রাতে একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ ওই কার্ভাডভ্যানের চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, রাত ১১টার দিকে টাঙ্গাইল থেকে নারায়ণগঞ্জগামী কাভার্ডভ্যানেটি ওই এলাকায় পৌঁছালে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই কাভার্ড ভ্যানের সামনের কিছু অংশ পুড়ে যায় এবং চালক ছায়েদ মিয়া সামান্য দগ্ধ হয়। চালককে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দিকে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে পাঁচজনকে, শ্রীপুর থানা এলাকা থেকে চারজনকে এবং টঙ্গী থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে।

(এসএএস/এএস/জানুয়ারি ১৪, ২০১৫)