ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁন্দেরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে আব্দুর রহমান (৩০)  নামে এক বাংলাদেশি নিহত হয়েছে এবং আটক হয়েছে আসাদ (২৮) নামে অপর এক বাংলাদেশি। বৈরচুনা ইউনিয়নের সদস্য ফারুক হোসেন ও বৈরচুনা বিজিবি সূত্র জানায়, পীরগঞ্জ উপজেলার চান্দোহর গ্রামের ইউনুস বেপারীর ছেলে রহমান ও তার সঙ্গী আসাদ বুধবার ভোর রাতে সীমান্তের ৩৩৩ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

এ সময় ভারতের চক সিমানন্দ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে রহমান ঘটনা স্থলেই মারা যায়। আসাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ এর কাছে চিঠি দেওয়া হয়। বুধবার সন্ধায় পতাকা বেঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে বলে বিজিবিকে জানায় বিএসএফ। বিএসএফ’র কথা মত সন্ধায় লাশ ফেরত নিতে সীমান্তে যান কর্মকর্তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশর জন্য সীমান্তে অপেক্ষা করছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ওসি মকবুল হোসেন সহ বিজিবি সদস্যরা।

(জেএবি/পি/জানুয়ারি ১৪, ২০১৫)