চাঁদপুর প্রতিনিধি : নির্বাচনী আয়-ব্যয় সংক্রান্ত মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারক হাকিম অসিম কুমার মণ্ডল এই আদেশ দেন।

২০০৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তথ্য বিবরণী সংক্রান্ত একটি মামলায় হাজির না হওয়ায় এ আদেশ জারি করা হয়।

মিলনের আইনজীবী কামরুল ইসলাম জানান, ২০০৯ সালের ২৮ জুলাই চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মিছবা উদ্দিন আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আয়-ব্যয় বিবরণী সঠিক সময়ে জমা দেওয়া হয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪/সি ধারায় এই মামলা দায়ের করা হয়।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হন।

২০১১ সালের জুন মাসে তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।

মিলনের ব্যক্তিগত সচিব গোলাম সারোয়ার জানান, ওমরাহ করতে গত ২২ ডিসেম্বর মিলন সৌদি আরব গেছেন। তিনি কবে দেশে আসবেন তা এখনও বলা যাচ্ছে না।

(ওএস/এএস/জানুয়ারি ১৫, ২০১৫)