রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি আবাসিক হলে গভীর রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় কয়েক শিক্ষার্থীকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১টার দিকে জিয়াউর রহমান হল ও শহীদ হবিবুর রহমান হলে তল্লাশি চালায় রাজশাহী মহানগর পুলিশ।

এ সময় আবাসিকতার কার্ড না থাকা ও বিভিন্ন কারণে দুই হল থেকে সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। এদের পাঁচ জনই ছাত্রলীগ কর্মী।

পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাসহ ছাত্রলীগের নেতারা এসে আটকদের ছাড়িয়ে নেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আগামী ১৮ জানুয়ারি রাষ্ট্রপতির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য নবম সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে নিরপত্তা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে আবাসিক হলে তল্লাশি চালানো হয়।

এর আগে গত সোমবার রাতেও শহীদ শামসুজ্জোহা হল ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে শিবির সন্দেহে ১৪ জনকে আটক করে পুলিশ।

(ওএস/পিবি/জানুয়ারি ১৬, ২০১৫)