মদন (নেত্রকোণা) প্রতিনিধি : মাঝে মধ্যে পৌর সদরে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ দিলেও পুরো এলাকা তিনদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন ১৭ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ফ্রিজ, মোবাইল, কম্পিউটার ব্যবহারকারী গ্রাহকরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হতাশায় জীবনযাপন করছেন।

এ ব্যাপারে মদন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোশারফ হোসেন জানান, কাল বৈশাখীর ঝড়ে বিধ্বস্ত লাইন মেরামতের পর ৪ মে ঝড়ে পুনরায় নেত্রকোণা-মদনের ৩৩ কেবি লাইনে বজ্রপাতে তিন জায়গায় ইনুসলেটার , দুই জায়গায় ক্রস র্আম ভেঙ্গে নষ্ট হয়ে ও বহু জায়গায় তার ছিড়ে লাইন বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎকর্মীরা লাইন সচল করার জন্য কাজ করে যাচ্ছে।
(এএমএ/এএস/মে ০৭, ২০১৪)