স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ ৭ জনকে অপহরণ করে হত্যার ঘটনায় অভিযুক্তদের তালিকা যেকোনো সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া তালিকা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সাংবাদিকদের এ কথা জানান।

নারায়ণগঞ্জ অপহরণ ও সাত খুনের ঘটনায় র‌্যবের তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উপযুক্ত অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, র‌্যাবের আরও কেউ যদি জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

(ওএস/এটি/মে ০৭, ২০১৪)