দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের রিসোর্স শিক্ষক রতন কুমার সরকারকে সোমবার দিবাগত রাতে পিটিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

পুলিশ সুত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রনালয়ের সেকায়েপ নিয়োগকৃত রিসোর্স শিক্ষক (গনিত) রতন কুমার সরকার (৩০) সুনামের সহিত ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী সোমবার রাতে ঝাঞ্জাইল বাজারে দেবেশ শীল এর ফার্মেসী থেকে রতন কুমার সরকারকে বিপুলের বাসায় প্রাইভেট পড়ানোর কথা বলে কংশ নদীর পাড়ে ডেকে নিয়ে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। শিক্ষক রতন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ৫জন সন্ত্রাসী এলো পাথাড়ি কিল-ঘুষি মেরে তার কাছ থেকে ২৯,২০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরদিন মঙ্গলবার থেকে স্কুলের শিক্ষার্থীরা সুষ্ঠ বিচারের দাবিতে দু‘দিন ধরে ক্লাশ বর্জন করছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় বিপুল, হিমেল, সালমান, সেতু, বাবু কে আসামী করে শিক্ষক রতন কুমার সরকার একটি অভিযোগ দায়ের করেন। ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ আহম্মদ খান ঘটনার সত্যতা স্বীকার করে, দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
(এনএস/এএস/মে ০৭, ২০১৪)