নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিলা বেগম নামের এক গৃহবধূ হত্যা মামলায় আসামি সামছুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিয়াজী শহিদুল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে রূপগঞ্জের কুলিন পাড়া এলাকার সামছুর মিয়ার স্ত্রী অন্যজনের সঙ্গে পালিয়ে যায়। এর পেছনে জামিলা বেগমের সহযোগিতা রয়েছে বলে সামছুর সন্দেহ করে। এই ঘটনার জেরে ২০০৯ সালের ২৯ এপ্রিল সামছুর ধারালো অস্ত্র দিয়ে জামিলা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জামিলা বেগমের স্বামী আব্দুর রহিম ওই বছরের ১ মে সামছুরকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।

(ওএস/এটিআর/জানুয়ারি ১৯, ২০১৫)