লক্ষ্মীপুর প্রতিনিধি : রায়পুরে সোমবার (১৯ জানুয়ারী) গভীর রাতে শিক্ষকও এক প্রবাসীর বাড়ীতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল দুই বাড়ী থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের বাধা দিলে দুই নারীসহ তিনজনকে পিটিয়ে মারাত্বক আহত করে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিন কেরোয়া গ্রামের মোল্লারহাট এলাকার স্কুল শিক্ষক শাহ আলম পাটোয়ারী ও প্রবাসী ব্যবসায়ী খলিল পাটোয়ারীরর বাড়ীতে। মঙ্গলবার সকালে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক শাহ আলম পাটোয়ারী জানান, রাত দুইটায় ১০/১২ জনের সশস্ত্র মুখেঅশপরা ডাকাতদল বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা ও দরজা ভেঙ্গে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় আলমারীতে থাকা নগদ ১০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪লাখ টাকার মালামাল লুটে নেয়। এঘটনার পরপরই পার্শ্ববর্তী খলিল পাটোয়ারীরর বাড়ীতে একই কায়দায় ঢুকে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ সফিক ও মোঃ বারেক জানান, খবর পেয়েই ওই বাড়ীতে গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযানের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
(পিকেআর/পিবি/জানুয়ারি ২০,২০১৫)