স্টাফ রিপোর্টার : মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ভেতরে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এছাড়া একটি ককটেল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কলা ভবনের ভেতরে ইতিহাস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাঝামাঝি এলাকায় ফাঁকা জায়গায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে সেখানে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ককটেলটি নিষ্ক্রিয় করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মধ্যেই কলা ভবনের একটি টয়লেট থেকে চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০১৫)