নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে জেলা কারাগারের অসহায় ও দুস্থ বন্দীদের মাঝে মঙ্গলবার দুপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে ২০ নারী জন এবং ২৮০জন পুরুষ বন্দীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় কারাগারের সিনিয়র জেল সুপার সুবাস কুমার ঘোষ ও জেলার মো. বাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।


জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, তীব্র শীতে গরম কাপড়ের অভাবে এসব দরিদ্র ও অসহায় বন্দীরা দুভোর্গ পোহাচ্ছিলেন। কারা ক্যান্টিনের খরচ বাঁচিয়ে বাজার থেকে গরম কাপড় কিনে তাদের মধ্যে বিতরন করা হয়।

শীতার্ত দুঃস্থ ও এতিমদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ :
এদিকে সোমবার দিবাগত রাতে গাজীপুর শহরের জয়দেবপুর রেল স্টেশন, তড়ৎপাড়া ও ছোট দেওড়ার শীতার্ত দু:স্থ ও এতিমদের মাঝে শতাধিক কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম এসব শীতবস্ত্র বিতরন করেন।

(এসএএস/এএস/জানুয়ারি ২০, ২০১৫)