নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নোয়াখালী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও সদর উপজেলার সভাপতি মফিজুর রহমানের খুনের প্রতিবাদে বুধবার বিকেলে নোয়াখালী টাউন হলে এক নাগরিক শোক ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।

কমরেড মফিজুর মঞ্চের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাসদের সভাপতি অধ্যাপক মতিন উদ্দিন আহমদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাখন মজুমদার, তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির নোয়াখালীর সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক জাফর উল্যাহ বাহার, জাসদের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক বকশী, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, যুব ইউনিয়নের নেতা হাবিব ইমন এবং মফিজ মঞ্চের সম্পাদক নুরুল আলম মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, মফিজুর রহমান হত্যার ইতোমধ্যে ১১ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হত্যার কোনো ক্লু বের করতে পারেনি, এটি আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করে। বক্তারা অবিলম্বে খুনের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি জানায়। দেশব্যাপী সাম্প্রতিক সময়ের সন্ত্রাস-গুম-খুনের প্রসঙ্গে বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তার দায় কোনোভাবে সরকার এড়িয়ে যেতে পারে না এবং সরকারকে অবশ্যই সকল মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে হবে।

(জেএইচবি/অ/মে ০৭, ২০১৪)