নাটোর প্রতিনিধি : নাটোরে পরকীয়ার অভিযোগে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৮ জনকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছে আদালত। বুধবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিদুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, নাটোরের লক্ষিপুর খোলাবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী জাহেদার সঙ্গে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে ১৯৯৯ সালের ৩১ মে রাতে জাহিদুল সহ অভিযুক্ত ৮ জন আব্দুল কুদ্দুসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন প্রতিবেশী জামাল মেম্বারের বাড়িতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কুদ্দুসের মামা আমিনুল ইসলাম বাদী হয়ে জাহেদার স্বামী জাহিদুল ইসলাম, জামাল মেম্বার সহ ৮ জনকে আসামী করে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য এই আদালতে প্রেরীত হলে সাক্ষ্য প্রমান শেষে বিচারক মামলার ৮ আসামী জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, জামাল, লিয়াকত, রবিউল, মাহবুব আলম ভুট্টু, আবু জিহাদ ও বাবুকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদন্ডের আদেশ দেন।


(এমআর/অ/মে ০৭, ২০১৪)