নাটোর প্রতিনিধি : রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার সন্দীপ মিত্র বলেছেন, বাংলাদেশ ভারতের বন্ধু প্রতিম রাষ্ট্র। তাই দু‘দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ রয়েছে এমন কথা সঠিক নয়। বরং অন লাইন ও প্রযুক্তিগত সমস্যার কারণে ভিসা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে।     

বুধবার সস্ত্রীক নাটোর সফরে এসে সহকারি হাই কমিশনার সন্দীপ মিত্র নাটোর চেম্বার ভবনে ব্যবসায়ি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় ব্যবসায়ি নেতৃবৃন্দ ভারতের ভিসা পেতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে অচিরেই এ সমস্যা কেটে যাবে বলে অাশ্বস্ত করেন। চেম্বার সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি স্বস্ত্রীক নাটোর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ পৌর কাউন্সিলরদের সাথে সৌজন্য সাক্ষাত সহ মতবিনিময় করেন। এসময় প্রাচীনতম এই পৌরসভার বিভিন্ন সমস্যার কথা শুনে পৌর এলাকার বস্তি উন্নয়ন সহ বস্তিবাসীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ, স্বাস্থ্য সম্মত পায়খানা এবং পৌরসভা পরিচালিত বিদ্যালয়ের জন্য কম্পিউটার প্রদানের আশ্বাস দেন। পরে শহরের লালবাজার এলাকায় জয়কালী মন্দির পরিদর্শন করেন। এসময় স্ত্রী সীমা মিত্র তাঁর সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন ।
(এমআর/এএস/মে ০৭, ২০১৪)