সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নাশকতা সংঘটিত করার পরিকল্পনার সন্দেহে দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলো গোলজার হোসেনের ছেলে ডলার (২৭) এবং তার ভগ্নীপতি মৃত আজিজুল হাকের ছেলে সুলতান হোসেন (৩৫)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়ক ও মালশাপাড়া-বাঐতারা-সয়দাবাদ আঞ্চলিক সড়কে নাশকতার অভিযোগে এদের আটক করা হয়েছে। তাদের বশতবাড়ির বিভিন্ন ঘরে তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এবং বালির নিচে ৪টি রাম-দা, ২টি বড় হাসুয়া, ৩টি চা-পাতি, ৪টি ছোড়া ২’শতাধিক প্যাকেট বিস্কুট, লৌহজাত দ্রব্য এবং ৭টি ৫ লিটার ওজনের সয়াবিন তৈল উদ্ধার করা হয়। নাশকতার পরিকল্পনাকারীদের আশ্রয়-প্রশয়দাতা ডলার ও সুলতানের বাড়িতে গোপন বৈঠক হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক এবং এসব মালামাল উদ্ধার করা হয়। বাকীরা পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের কারাগারে পাঠানো হবে বলে ওসি নাসির আরো জানান।
(এসস/পিবি/জানুয়ারি ২২,২০১৫)