স্টাফ রিপোর্টার:গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর একটি সিনথেটিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকাল সাতটার দিকে ওই এলাকার কাদের সিনথেটিক লিমিটেডে এ অগ্নিকাণ্ডের সূত্রাপত হয়। পরে তা তাৎক্ষণিকভাবে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (পৌনে ৮টা) সেখানে আগুন জ্বলছিল। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে।

তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান এই কর্মকতা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় কারখানায় কোনো শ্রমিক ছিল না। এমনকি এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে কারখানার আশপাশে উৎসুখ জনতা ভিড় করছেন। অনেকেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতাও করছেন।

(এনএস/এসসি/জানুয়ারি২৪,২০১৫)