সিরাজগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পুজা অনুষ্ঠিত হচ্ছে।

পঞ্চমী তিথিতে শনিবার সকাল থেকে শুরু হওয়া পুজা চলবে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত। মঙ্গলবার বিসর্জনের মধ্য দিয়ে পুজার সমাপ্তি ঘটবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও,বিভিন্ন পাড়া,মহল্লা,মন্দির,মন্ডপসহ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতেও সাড়ম্বরে পুজা অনুষ্ঠিত হচ্ছে। সরস্বতী পুজা উপলক্ষে রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারী ছুটি ঘোষনা করা হয়েছে।


(এসএস/এসসি/জানুয়ারি২৪,২০১৫)