নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক দু’টি সংঘর্ষে চাচা ভাতিজাসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ২জনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার বাঁকিওলমা গ্রামের মোবারক হোসেনের সঙ্গে দীর্ঘদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল পার্শ্ববর্তী গোপালবাটি গ্রামের সৈয়দ আলীর। এরই জের ধরে শুক্রবার বিকেলে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে বাঁকিওলমা গ্রামের নফর আলীর পুত্র সুলতান (৪৫), মোবারক (৫০) ও গোপালবাটি গ্রামের মজিবরের পুত্র আব্দুর রশিদ (৫০) আহত হন। আহতদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হওয়ায় সুলতানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে আত্রাই থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। পুলিশ গোপালবাটি গ্রামের সাইদুর রহমান (৪৫) ও তার ছেলে রাজুকে (১৯) আটক করে শনিবার নওগাঁয় আদালতে প্রেরণ করেছে। এদিকে শনিবার দুপুরে বাড়ির জায়গাকে কেন্দ্র করে ভাইয়ে- ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে থানা সংলগ্ন শিবপুর গ্রামে। ওই গ্রামের মৃত কিশমত আলী বেপারীর ছেলে ভুটি ঘর করতে এলে তার বড় ভাই আব্বাছ আলী বাধা দেয়। এতে করে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সংঘর্ষে ভুটি (৪৫) ও আব্বাছ আলীর ছেলে তুহিন (২৫) আহত হয়। আহতদের প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ভুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)