রায়পুর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে রেজাউল করিম (২৫) নামের এক যুবককে জবাই করে হত্যার চেষ্টা করেন মোটরসাইকেল আহরী দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নর কাজী বাড়ীর সামনে। গুরুতর আহত রেজাউলকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রেজাউল চরবংশী ইউনিয়নরে আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯ টার দিকে রেজাউল রায়পুর বাজার থেকে তার ব্যত্তিগত কাজ শেষে বাড়ী যাওয়ার পথে চরমোহনা ইউনিয়নের কাজী বাড়ীর সামনে পৌছলে সামনের থেকে আসা মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্তরা রেজাউলকে লক্ষকরে তার গলায় ধারালু অস্ত্র দিয়ে কুপদেয়। এতে তার গলার এক অংশ কেটে যায়। এসময় রেজাউল ছিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর সরকারী হাসপাতালে নিয়ে যায়। পরে ডাক্তার তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ কনে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক। খবর পেয়ে রায়পুর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন ও হাসপাতাল গিয়ে তাকে দেখে আসেন।
রায়পুর সরকারী হাসপাতালের আবাসিক ডাঃ রকিবুল হাসান বলেন, রেজাউলের গলার এক অংশ কেটে যাওয়ায় তার অবস্থা আশংকা জনক। তাই দ্রুত তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রায়পুর থানার ওসি মনজুরুল হক আখন্দ বলেন, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরির্দশন করে হাসপাতালে তাকে দেখতে যায়ন এবং মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
(এমআরস/পিবি/জানুয়ারি ২৫,২০১৫)