সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে এক নববধূকে যৌতুকের দাবীতে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ও তার আত্মীয়-স্বজন। তাড়াশ থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন , পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে রোববার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করছে। এ ঘটনায় গৃহবধুর শ্বাশুড়ী ফরিদা বেগম কে আটক করেছে।

পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলামে (২৬)র সাথে পাশ্ববর্তী পেঙ্গুয়ারী গ্রামের আমিনুর ইসলামের মেয়ে আয়েশা খাতুন (২০)’র ১৩ মাসে পুর্বে যৌতুক দিয়ে বিয়ে হয়। বিয়ের পর স্বামী ফের যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে শারিরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত শনিবার বিকালে আবারও আয়েশা খাতুন কে যৌতুকের ১ লাখ টাকা আনার জন্য পিতার বাড়িতে যাওয়ার জন্য বলে। এতে সে রাজি না হওয়ায় স্বামী ও তার আত্মীয়-স্বজন মিলে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ের গৃহবধু মৃত্যুর কোলে ঢোলে পড়লে গলায় রশি পেচিয়ে আত্মহত্যার পরোচনা চালায়। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নববধূর পিতা আমিনুর রহমান বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

(এসএস/পিবি/জানুয়ারি ২৫,২০১৫)