নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেছেন, সময় নষ্ট করো না। যখন পড়বা, ভালো করে পড়বা। যতক্ষণ পড়ালেখা করবা সে সময় ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করো না।

এসময় নিজের মোবাইল নম্বর ছাত্র-ছাত্রীদের দিয়ে তিনি মাদক বিক্রেতা ও ইভটিজারদের নাম তার মোবাইলে এসএমএস করার পরামর্শ দেন।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশের মেয়েরা যেভাবে এগিয়ে আসছে। এভাবে এগিয়ে আসলে বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না কেউ।

তিনি বলেন, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে, ভালো মানুষ হওয়া। এ দেশে ভালো মানুষ দরকার। বড় ডিগ্রির চেয়ে ভালো মানুষ হওয়াটা বড়। ভালো মানুষের সম্মান বেশি, টাকার সম্মান বেশি নয়।

ইভটিজিংয়ের কারণে ছাত্রীদের আত্মহত্যা না করতে আহ্বান জানিয়ে তিনি ইভটিজারদের প্রতিরোধ করার আহ্বান জানান।

রোটারি ইন্টারন্যাশনালের ডেপুটি গভর্নর মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান, হাইডেল বার্গ সিমেন্টের বাংলাদেশ লিঃ পরিচালক (পরিকল্পনা) বোদী নোগরাহা, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ আহ্বায়ক মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী ও সিদ্ধিরগঞ্জ থানা ঘাতক দালাল নির্মুল কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম প্রধান প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০১৫)