মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সরস্বতী মন্দিরের অস্থায়ী স্থাপনা ও প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর বিরাঙ্গনণ গ্রামে রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে স্থানীয়রা মন্দির ও প্রতিমা ভাংচুর দেখতে পেয়ে মডেল থানায় খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বাবর আলী মীর ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধুরাইল ইউনিয়নের পূজা আয়োজক কমিটির সহ-সভাপতি শুভ্র কুমার মন্ডল জানান, ‘রবিবার রাতে পূজার অনুষ্ঠানে গান বাজানো হলে বাঁধা দেয় স্থানীয় নুরুজামাল বেপারী (১৯), জীবন খলিফা (২০), সোহাগ বেপারী (২০) ও সুমন বেপারী (২২)। পরে তাদের সাথে কথার কাটাকাটি হলে তারা কমিটির সদস্যদের মারধরও করে। এরপর রাত ১২ টার দিকে তারা এ ঘটনা ঘটায়। হিন্দু অধ্যুষিত ধুরাইল ইউনিয়নের উত্তর বিরাঙ্গন গ্রামে এ ধরণের ঘটনা ইতিপূর্বে ঘটেনি বলেও তিনি জানান।


এসময় মন্দির ভাংচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, ‘এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশী তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।’

(এএসএ/এএস/জানুয়ারি ২৬, ২০১৫)