সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলীর জৈষ্ঠ পুত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ড.সেলিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা পৌনে ১টার দিকে ড.সেলিমের জন্মস্থান কাজিপুর উপজেলার উপজেলা পরিষদ মুক্তাঙ্গন মাঠে আয়োজিত জানাজা নামাজে মরহুম ড. সেলিমের ছোট ভাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, কাজিপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভির শাকিল জয়, ড. সেলিমের একমাত্র ছেলে সেহরীন সেলিম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন, জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অন্যন্য দলের নের্তৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। জানাযা নামাজ শেষে সর্বস্থরের জনগনের শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টার যোগে ঢাকার বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এর আগে বেলা সোয়া ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে প্রয়াত ড. সেলিমের মরদেহ কাজিপুরে নিয়ে আসা হয়।

(এসএস/এএস/জানুয়ারি ২৬, ২০১৫)