নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুর ১২টায় নওগাঁ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে হরতাল ও অবরোধ বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতৃত্বাধিন ২০ দলের ডাকা হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।

জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে মুক্তির মোড়ে গিয়ে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, আওয়ামীলীগ নেতা এ কিউ এম ওয়াহেদুজ্জামান খান বাদশা, নির্মল কৃষ্ণ সাহা, শাকিল আহম্মেদ বাদল, মাহমুদুল হক কমল, জালাল হোসেন, আব্দুল খালেক, দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, আলহাজ্ব আহম্মদ আলী, আলহাজ্ব মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছিম আহম্মেদ নাছিম প্রমুখ।
বিশ্বজিৎ মনি।

(ওএস/পি/জানুয়ারি ২৬, ২০১৫)