নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমানে ২০ দলীয় জোটের পক্ষে কোন জনসমর্থন নেই। তাই তারা দেশের পরিবহন মালিক-শ্রমিকদের জিম্মি করে ক্ষমতার মসনদে যেতে পারবেনা। আজ তারা শুধুমাত্র পরিবহন সেক্টরকে অবরুদ্ধ করে হরতাল-অবরোধের নামে মালিকের বাস পুড়িয়ে, বোমা মেরে, শ্রমিক হত্যা করে আন্দোলনের নামে নাশকতা চালিয়ে যাচ্ছে। এটি আর চলতে দেয়া হবে না। পরিবহন মালিক-শ্রমিককে জিম্মি করে, খুন করে, কেউ ক্ষমতায় যেতে পারবেনা। ক্ষমতায় যেতে গেলে জনসমর্থন দরকার। নাশকতা চালিয়ে, সন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ খুন করে কখনো জনসমর্থন পাওয়া যায়না।

নওগাঁয় টার্মিনালের ভিতরে রাখা ৩টি বাস পোড়ানোর প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের পার-নওগাঁ ঢাকা বাস ষ্ট্যান্ডে জেলা পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদের প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ জোড়ালো কন্ঠে কথাগুলো বলেন। নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ, সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি বাবু, সাধারন সম্পাদক শফিকুল আলম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম লিটন প্রমুখ। বক্তাগণ গত ৫ জানুয়ারি থেকে ষ্ট্যান্ডে বন্ধ থাকা বাসে অগ্নিসংযোগের তীব্র নিন্দাসহ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন। এসময় সেখানে এক বিশাল মানববন্ধন রচনা করা হয়। প্রতিবাদসভা শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।

(বিএম/পি/জানুয়ারি ২৬, ২০১৫)