ঝালকাঠি প্রতিনধি : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় । এছাড়া তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন ঝালকাঠি আদালত।

মঙ্গলবার সকাল ১১টায় তিনি ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে বিচারক আরিফুজ্জামান তা মঞ্জুর করেন। একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদনও মঞ্জুর করা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।

তার পক্ষে আইনজীবী ছিলেন- আককাস সিকদার ও মানিক আচার্য্য। বাদী পক্ষে এপিপি এম আলম খান কামাল শুনানিতে অংশ নেন।

২১ জানুয়ারি এ মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গত ৯ অক্টোবর আইনজীবী মো. গণি আমিন বাকলাই কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও আলোকচিত্রী মজিদ খানের বিরুদ্ধে এই মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। পরে তিনটি ধার্য তারিখেও তারা আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেফতারি পরোয়ার নির্দেশ দেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৫)