নাটোর প্রতিনিধি : নাটোরে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ২৪ ঘন্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিচার বহির্ভুত গুম, খুন  নির্যাতনের প্রতিবাদে এই হরতালের ঘোষণা দেওয়া হয়।

বুধবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এ হরতালের ঘোষণা দেন। এসময় জেলা বিএনপির সহ সভাপতি সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, ফরহাদ আলী দেওয়ান শাহিন, এ হাই তালুকদার ডালিম, নাসিম খান, ছাত্রদল নেতা সানোয়ার হোসেন তুষার প্রমুখ। পরে ২৪ ঘন্টার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ গোলাম মোর্শেদ অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারী সিংড়া উপজেলা বিএনপির শান্তিপুর্ন মিছিলে পুলিশ বিনা উস্কানীতে লাঠি চার্জ করে। এছাড়া পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসী বাহিনী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালায়। এসময় পুলিশ নিবর ছিল। উল্টো বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ এনে মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে। তিনি এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

(এমআর/পি/জানুয়ারি ২৮, ২০১৫)