নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে শিশুদের বাজেট ভাবনা অর্থ বছর ২০১৫-১৬ উপলক্ষে শিশুদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির সম্মেলন কক্ষে ধামইরহাট শিশু সংসদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিশু সংসদের প্রধানমন্ত্রী দিগন্ত মুরমু। সংবাদ সম্মেলনে শিশুদের বিভিন্ন দাবী সমুহের ওপর বক্তব্য রাখেন, শিশু সংসদের বিরোধী দলীয় নেত্রী ফারজানা আক্তার, শিশু সংসদের সদস্য সাথী আক্তার, মাইমুনা আক্তার মীম, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার মি. বিমল কুমার রুরাম, তন্ময় সাংমা, আনোয়ার হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে শিশু সংসদের বিরোধীদলীয় নেত্রী ফারজানা আক্তার শিশুদের বিভিন্ন দাবী সমুহ তুলে ধরেন। শিশু নেতৃবন্দ সরকারের উদ্দেশে বলেন, আগামী অর্থ বছরে বাজেটে শিশুদের জন্য বেশি বেশি উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করতে হবে।

(বিএম/এএস/জানুয়ারি ২৮, ২০১৫)