সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার সয়া ধানগড়ায় দুই মহল্লাবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক। তাকে গুলিবিদ্ধ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সার্কিট হাউজ সংলগ্ন সয়াধানগড়ার দক্ষিন ও উত্তর পাড়ার কিশোরদের মধ্যে গত দুই দিন আগে ক্যারাম খেলাকে কেন্দ্র সংঘর্ষ হয়। এর জের ধরে উভয় মহল্লাবাসী আজ দুপুরে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। পওে পুলিশ এসে রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশের রাবার বুলেটে একজন গুরুতর আহত হয়। এ রিপোর্ট লেখার সময় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তার শরীর থেকে বুলেট বের করা হচ্ছিল। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। অন্যান্য আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
(এসএস/পিবি/জানুয়ারি ২৯,২০১৫)