রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার রাত ১১টায় মাচ্চেন্টস একাডেমী মাঠে তিনদিন ব্যাপি ১৩তম স্কাউট মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেছেন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান।

৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শ শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহন করেন। সমাবেশে উপজেলা স্কাউসের সভাপতি ও ইউএনও শারমীন আলমের সভাপতিত্বে এবং সহকারী কমি,শনার (ভুমি) শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা একেএম টিপু সুলতান। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. কংকন চাকমা, রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, পেওর মেয়র এবিএম জিলানী, ওসি মনজুরুল হক আকন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা খালেদ, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুইয়া, ফরিদুর রহমান, অধ্যক্ষ মামুনুর রশিদ, স্কাউট নেতা মানিকলাল দেবনাথ, এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৮ জুলাই জাপানের ইয়ামাগুচি কারারাহামি শহরে এশিয়ার বিশ্ব জাম্বুরী অনুষ্ঠানে ৪০ হাজার স্কাউটদের মধ্যে তালিকা ভুক্ত হওয়ায় জেলার তিন কৃতি স্কাউট কাজির দিঘীর পাড় দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. আনাস, হাফেজ মহি উদ্দিন মুজাহিদ ও মাচ্চেন্টস একাডেমীর এসএসসি পরীক্ষার্থী মো. রায়হানকে সংবর্ধনা প্রদান করা হয়।

(পিকেআর/এএস/জানুয়ারি ২৯, ২০১৫)