নওগাঁ প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তবর্তী কালুপাড়া বিজিবি ফাঁড়ির বাংলাদেশ অভ্যন্তরে নোম্যানস ল্যান্ড এলাকার আইন শৃঙ্খলা সুষ্টু ও শান্তিপূর্ণ রাখার অংশ হিসেবে সৌজন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি ১৪ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল আলম পিএসসি ১০ সদস্য বিশিষ্ট বিজিবি দলের নেতৃত্ব দেন। অপর দিকে বিএসএফ ৭৫ পতিরাম ব্যাটালিয়ন কমান্ডার এস এইচ আর মতু কৃষ্ণনান ১০ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন।

বৈঠকে বিজিবি ও বিএসএফ সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায়, সীমান্ত অপরাধ দমন, চোরাকারবারী প্রতিরোধ, তথ্য আদান প্রদান, করিডোর ও প্রীতি ফুটবল ম্যাচ খেলার বিষয়ে একমত পোষণ করা হয়।

(বিএম/এসসিজানুয়ারি২৯,২০১৫)