সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন।

রবিবার হরতালের শুরুতেই ভোর সাতটার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বহুলি বাজারে একটি মোটরসাইকেল ভাংচুর করে হরতাল সমর্থকেরা। এ সময় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিলও বের করা হয়। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এদিকে হরতালের আগের রাতে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রিখোলা মোড়ে একটি ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। পেট্রোল বোমাটি লখ্যভ্রস্ট হওয়ায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হরতালে ভোর থেকেই শহরের অধিকাংশ দোকান-পাট ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে না গেলেও শহরে রিক্সা, অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচল করছে। এছাড়া জেলার কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারি বাহীনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, অনিদ্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতারের হুমকির প্রতিবাদে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল আহ্বান করে বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোট।
(এসস/পিবি/ফেব্রুয়ারি ১,২০১৫)