সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যাত্রীবাহি বাসে ককটেল হামলার সময় ককটেলসহ তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরন ঘটায় তারা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে পিকেটিং করার জন্য সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার খোকশাবাড়ী এলাকায় অবস্থান করছে বিএনপি ও জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। তারা ঐ সড়কে চলাচলকারি যাত্রিবাহি ককটেল হামলা করতে পাওে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যায় পুলিশ। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফেঅরন ঘটিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া কওে তিন শিবির কর্মীকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
(এসস/পিবি/ফেব্রুয়ারি ১,২০১৫)