শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মিরপুর প্লাষ্টিক কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত মন্টুর গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। তার লাশের অপেক্ষায় রয়েছে স্বজনেরা। জানা গেছে,শনিবার রাতে রাজধানীর মিরপুরে একটি প্লাষ্টিক কারখানায় বিস্ফোরণে আগুন লেগে ওই কারখানায় কর্মরত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনরিনা পুর্বপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মন্টু মিয়া (৩২) ও একই গ্রামের রওশন আলীর ছেলে রবিউল করিম (২৮) অগ্নিদগ্ধ হয়।

এদের মধ্যে ঘটনাস্থলেই মন্টু মিয়া নিহত হয়। রবিউল করিমকে মুমুর্ষ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহত এ দু’জনই ওই প্লাষ্টিক কারখানায় শ্রমিকের কাজ করত।

আহত ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ হয়ে নিহত মন্টু মিয়া স্ত্রী সাবিনা ইয়াসমিন ও এক নবজাতক (মেয়ে) সহ ৫ বছরের এক শিশু কন্যা মুন্নিকে রেখে গেছে। গুরুতর আহত রবিউল ওই প্লাষ্টিক কারখানায় শ্রমিকের কাজ করার পাশাপাশি ঢাকার একটি কলেজের বিএ’র ছাত্র ছিল। সে অবিবাহিত বলে জানা গেছে।

অগ্নিদগ্ধ হয়ে মন্টুর নিহতের খবর পেয়ে তার গ্রামের বাড়ি চরনরিনা পুর্বপাড়ায় এক শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, নিহতের লাশ তার গ্রামের বাড়ী চরনরিনা পুর্বপাড়া কবরস্থানে দাফন করা হবে।

(এআরপি/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৫)