নওগাঁ  প্রতিনিধি : বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও ৭২ ঘন্টা হরতাল শুরুর আগে শনিবার দিনগত রাতে নওগাঁ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

অফিসের দোতালায় সহকারী প্রকৌশলীর কক্ষের পেছন থেকে বোমাটি নিক্ষেপ করলে সেখানে জানালার কাঁচের নীচে আগুন সামান্য জ্বলে নিভে যায়। এসময় অফিস বন্ধ থাকায় তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। রবিবার সকালে পুলিশ বিস্ফোরিত বোমার কাঁচের বোতলের ভাঙ্গা অংশ জব্দ করেছে। অপরদিকে শনিবার রাত ৮টার দিকে শহরের হাট নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছিল হাট নওগাঁ যুব উন্নয়ন সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। যুব উন্নয়ন সমিতির সভাপতি আবু সাদাত মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপিসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চের পিছনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আকষ্মিক এই আগুনে অনুষ্ঠানে উপস্থিত নারী-পুরুষ আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। ঘটনাস্থলে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে উপস্থিত লোকজন তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেললে পরবর্তীতে সেখানে দম্পতি নৈশভোজ অনুষ্ঠিত হয়।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ১,২০১৫)