নওগাঁ প্রতিনিধি : রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলা সদরে ১৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। থানা পরিষদ চত্বরের সামনে মসজিদ গেটের কাছে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এদিন দুপুরে ওই যুবক উপজেলার ভারতীয় সীমান্তবর্তী খঞ্জনপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে সাপাহার সদরে তার নির্ধারিত খদ্দেরকে দেয়ার জন্য আসছিল। ইয়াবা ট্যাবলেটসহ যুবক থানা পরিষদ এলাকায় প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই যুবকের পথ রোধ করে তার দেহ তল্লাশী করে ১৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত শরিফুল উপজেলার কাশিতাড়া (শেখারপাড়া) গ্রামের তছলিম উদ্দীনের পুত্র বলে জানা গেছে। সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ ভারতীয় বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল বলে জানা গেছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ১,২০১৫)